চবি সংবাদাতাঃ নৈতিক উন্নয়নই হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী দ্বিচক্রযান সাইকেলে চড়ে তেতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেছেন।
শিক্ষার্থীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাহমুদ শরীফ, মো. যায়েদ ও লোক প্রশাসন বিভাগের ছাত্র তোফায়েল আহমেদ, থংপং ম্রো।
বাংলাদেশের বিজয় দিবসে গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৭টায় তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেন। গতকাল ২৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় তারা টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছান।
মো. যায়েদ বলেন, আমরা ছোট বেলা থেকেই পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় পড়েছি সুজলা-সুফলা শস্য-শ্যামলা আমাদের এই দেশ। কিন্তু কখনোই তা নিজ চোখে দেখা হয়নি। আমার প্যাডেল চালিত দু’চাকার যান, আমাকে কখনো নিয়ে গেছে সবুজ ধানক্ষেতের মধ্য দিয়ে, কখনো নিয়ে গেছে গ্রাম-বাংলার সৌন্দর্যের মধ্য দিয়ে। আবার কখনো বা কংক্রিটের শহরের ওপর দিয়ে। নানান পেশার মানুষের নানামুখী জীবনযাপন, বাংলার ঐতিহ্য-ইতিহাস, স্থানীয় নামে বিখ্যাত নানান খাবারের অপরুপ স্বাদ আমাদের দু’চাকার গতিকে করছে আরো স্বচ্ছন্দ। সেইসাথে আমাদের প্রতিপাদ্য বিষয়, সকলের মাঝে ছড়িয়ে দেওয়া ছিলো, আরেক ভিন্নধর্মী অভিজ্ঞতা।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকাসহ সকল বন্ধু-বান্ধুবীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা যোগাযোগ রেখেছে তাদের সহযোগিতায় আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছিলো।’
মাহমুদ শরীফ বলেন, ‘আমাদের লক্ষ্য পূরণের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলো আমাদের তীব্র মানসিক শক্তি। দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেয়ার এবং স্থানগুলো ঘুড়ে দেখার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি সাইক্লিং কে মানুষের মাঝে আরও সুন্দর উপায়ে তুলে ধরতে। আমার মনে হয় সাইকেলিংকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করতে পরলে (বিশেষকরে শিক্ষাপ্রতিষ্ঠানে) তা একইসাথে পরিবেশবান্ধব এবং অনেক জ্বালানি বাঁচানো সম্ভব হবে।’
থংপং ম্রো বলেন, ‘ভার্চুয়াল জগত থেকে বের হয়ে সুন্দর, সবুজের সমারোহ এই সোনার বাংলার বাস্তব সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছি। বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রতিপাদ্য বিষয়কে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট গ্রুপকে তুলে ধরার চেষ্টা করেছি।’