The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

চাচার বাড়ি বেড়াতে গিয়ে আন্দোলনে অংশ নেয় সাইফুল, গুলিবিদ্ধের দেড়মাস পর মৃত্যু

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত শিক্ষার্থী সাইফুল ইসলাম মারা গেছেন। গত ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা এলাকার আলতাফ হোসেনের একমাত্র ছেলে। সে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল। গত ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় সাইফুল। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১ মাস ১৫ দিন চিকিৎসার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যায়।

নিহতের চাচা আমজাদ হোসেন  বলেন, পরিবারে চার সন্তানের মধ্যে সাইফুল বড় ছিল। সে মূলত চট্টগ্রামে আরেক চাচার বাসায় বেড়াতে গিয়ে আন্দোলনে অংশ নেয়। সেদিন তাকে আওয়ামী লীগের লোকজন বেধড়ক মারধর করে। পরবর্তীতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সবাই বাকরুদ্ধ। আজ দাগনভূঞার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.