ডেস্ক রিপোর্ট: এবার চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নামছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধিনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মচারীরা। বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকুরি স্থায়ী করার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে তারা।
সোমবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।
কর্মসূচিতে বিপিসির অধিনস্থ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও এলপিজি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুনসহ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে কর্মক্ষেত্রে নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরে বক্তারা বলেন, বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানসমূহে এক যুগের বেশি সময় ধরে স্থায়ী শ্রমিক-কর্মচারী নিয়োগের উদ্যোগ না থাকায় অনেক শ্রমিক যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও স্থায়ী হওয়ার সুযোগ পায়নি। ইতিমধ্যে অনেক দক্ষ শ্রমিক-কর্মচারী চাকরির বয়সসীমা হারিয়ে ফেলেছে। এ সকল শ্রমিকদের দীর্ঘ দিনের শ্রম ও সততা বিবেচনায় এনে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে মুক্ত আলোচনার জন্য বিপিসির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে আলোচনা ফলপ্রসু না হলে বিপিসির সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।