ক্যাম্পাস প্রতিনিধি: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ক্যাম্পাসে গ্রীন ক্লাইমেট ইনিসিয়েটিভ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ জুন) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
কর্মসূচিগুলো উদ্বোধন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নাছিম আখতার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও গ্রীন ক্লাইমেট ইনিসিয়েটিভ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মো. বাইজীদ আহম্মেদ রনি, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: শাকিল আহমেদ সবুজ।
র্যালী শেষে বক্তারা বলেন ” এই পরিবেশ আমাদের সবার,পরিবেশ রক্ষা করতে হবে সকলকে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাদুর্ভাব হচ্ছে নানা সংক্রামক রোগ ও আবহাওয়া পরিবর্তন হচ্ছে।জলবায়ু পরিবর্তনরোধে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে সকলকে। শিক্ষার্থীরা যেন সব সময় পরিবেশ সংরক্ষণ ও সচেতনতামূলক কাজ চালিয়ে যায়-সে আহ্বান জানান।
বক্তারা আরো বলেন , বর্তমান সময়ে আমাদেরকে জলবায়ু সচেতন মানুষ হিসেবেই গড়ে উঠতে হবে”