এস এম মানজুরুল ইসলাম সাজিদ: নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিবসটি উদযাপন শুরু হয়। এদিন সকালে বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরস্থ “অঙ্গীকার স্মৃতিসৌধে” পুষ্পস্তবক অর্পণ করেন চাঁবিপ্রবি’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। এ সময় আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স ইন্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ,ইনফরমেশন এন্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী এবং সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।