সাইফুল মিয়া, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাউস অফ পলিটিক্যাল সাইন্স(হোপস)-র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৫ এপ্রিল) হোপসের সভাপতি আবু নাসের মোল্লা ও সাধারণ সম্পাদক জেবা হুমায়রা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে হোপসের সদ্য সাবেক সভাপতি সৈয়দ নোমান ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি হোপসের ২০২২-২৩ কার্যবর্ষের জন্য রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু নাসার মোল্লা সভাপতি এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেবা হোমায়রাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এসময় তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্দেশ দেয়া হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- এস এম রফিকুল ইসলাম সজীব (সহ-সভাপতি), মোহাম্মদ বাদশাহ আলম (সহ-সভাপতি), এস কে রফিকুজ্জামান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো: ফয়সাল মিয়া (সাংগঠনিক সম্পাদক), আব্দুল্লাহ আল মুহাইমিনিন ( যুগ্ম সাংগঠনিক সম্পাদক), প্রচার ও প্রকাশনা শাখা:তৌহিদুল ইসলাম ফয়সাল (সম্পাদক), মো: মারুফ মজুমদার (সহ-সম্পাদক), মো: মাহিন হোসেন (কার্যনির্বাহী সদস্য,আর্থিক পরিকল্পনা শাখা:মারুফুল ইসলাম ফারাবী (সম্পাদক), গিরেন্দ্র চক্রবর্তী (সহ-সম্পাদক), মো রাহাত খন্দকার (কার্যনীর্বাহি সদস্য), আইটি ও যোগাযোগ শাখা:সোলাইমান সবুজ (সম্পাদক),নাঈম বিশ্বাস (সহ-সম্পাদক),ফজলে রাব্বি আকাশ (কার্যনির্বাহী সদস্য),দক্ষতা উন্নয়ন শাখা:জাহিদুল ইসলাম (সম্পাদক), রিফা নানজীবা প্রমি (সহ-সম্পাদক),
আবু সাঈদ জিসান (কার্যনীর্বাহি সদস্য,ছাত্র ও সমাজ কল্যান শাখা:রেশমিন আকতার (সম্পাদক), আহম্মেদ মেহেদী (সহ-সম্পাদক), মোহাম্মদ সুমন (কার্যনির্বাহী সদস্য), ক্রীড়া ও প্রতিযোগিতা শাখা:মো: মারজান হোসাইন (সম্পাদক),
ইমন হোসেন (সহ-সম্পাদক), মাফি আমিন (কার্যনির্বাহী সদস্য),কর্মসূচি ও ব্যবস্থাপনা শাখা:তাকভীর আহমদ (সম্পাদক)
নুসরাত জাহান ঐশী (সহ-সম্পাদক), সৈয়দ নাঈম মো: রাকিব (কার্যনির্বাহী সদস্য),সাংস্কৃতিক পরিকল্পনা শাখা:মো ইয়েন (সম্পাদক), তাওহিদা মাহমুদ আরিয়ান (সহ-সম্পাদক),মিনার রহমান ইভান (কার্যনির্বাহী সদস্য)
সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু নাসার মোল্লা বলেন,’চবির ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের একমাত্র সংগঠন হোপসকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।পাশাপাশি সংগঠনের উত্তরোত্তর উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা কাম্য।’
সাধারণ সম্পাদক জেবা হোমায়রা বলেন,’নেতৃত্ব নামক গুণকে শান দেয়ার নিমিত্তে হোপসের দীর্ঘ একবছর একনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই।’
উল্লেখ্য, ‘ আমরা নেতৃত্ব চর্চা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত হয় হোপস। তরুণ প্রজন্মকে ক্যারিয়ার ভিত্তিক পরামর্শ প্রদান, বিভিন্ন সভা,সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।