চবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কোরবান আলীকে থাপ্পড় মেরেছে এক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থী আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী আফসানা এনায়েত ইমি।
এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিক্ষকের সাথে তর্ক করতে থাকে আফসানা এনায়েত ইমি নামের এক ছাত্রী। এক পর্যায়ে চবির সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলীকে থাপ্পড় মারে শেখ হাসিনা হলের ওই ছাত্রী।
জানা যায় ভিডিওটি ৫ ফেব্রুয়ারি রাতের। সেদিন রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে।
এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চবির শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির ছাত্রীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় হলের ছাত্রীদের দ্বারা প্রক্টরিয়াল বডির সদস্য ও ক্যাম্পাসে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলী বলেন, ৫ ফেব্রুয়ারি রাতে শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে যায়। সেখানে যাতে কোন অপ্রীতিকর কেন ঘটনা না ঘটে সেই জন্য আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হই। এক পর্যায়ে মেয়েরা হলের গেইটের তালা ভেঙে বাইরে আসে এবং সেখানে বাঁধা দেয় এবং শিক্ষার্থীদের গায়ে পাথর নিক্ষেপ করতে থাকে। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে আসলে আমরা তাদের বুঝিয়ে হলে পাঠানোর চেষ্টা করি। কিন্তু কয়েকজন মেয়ে আমাদের সাথে খারাপ ব্যাবহার করে এমনকি আমার গায়ে হাত তোলে। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ৫ তারিখের ঘটনায় প্রক্টরিয়াল বডির সদস্য ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের লাঞ্ছনার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।