The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

চবি ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে একজনের পদত্যাগ

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে একজন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন।

সোমবার (১৪ আগস্ট) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এক পদত্যাগপত্রে বিষয়টি নিশ্চিত করেন মামুন।

পদত্যাগপত্রে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী হিসেবে দীর্ঘসময় ধরে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে দেশরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একজন সক্রিয় কর্মী ছিলাম। দল আমাকে ইতিপূর্বে ছাত্রদল চবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৎপরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছিল। আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে অত্যন্ত নিষ্ঠা এবং কর্তব্যের সাথে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার সহযোদ্ধাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে। বিগত ১১/০৮/২০২৩ ইং তারিখ ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী এবং নির্যাতিত সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। ঘোষিত এই কমিটির নেতৃত্বে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের এক দফা দাবী আদায়ের সংগ্রামে ছাত্রদলের কর্মী সহ, সাধারণ ছাত্র/ ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে আন্দোলনে ভূমিকা রাখা সম্ভব নয় বলে মনে করছি। তাই, আমি চবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতির পদ হইতে পদত্যাগ করিলাম।

তিনি আরো বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম এবং ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে ছিলাম থাকবো।

উল্লেখ্য, সাত বছর পর চবি শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে সভাপতি মনোনীত হন মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র সহ সভাপতি হিসেবে মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়কে মনোনীত করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.