সাইফুল মিয়া, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগের ঘণ্টা না পেরুতেই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত নতুন প্রক্টর হলেন মেরিন সাইন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। তিনি ১২ মার্চ থেকে নিয়ম মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে চবির প্রক্টরসহ প্রশাসনিক বিভিন্ন দফতরের ১৭ জন কর্মকর্তা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। যার প্রেক্ষিতে নতুন প্রক্টর নিয়োগ দেয় কর্তৃপক্ষ।