চবি প্রতিনিধি: ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী দুই প্রক্টর চার পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম এবং পালি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।
রোববার (১১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, মো. মোরশেদুল আলম সহকারী প্রক্টরের পাশাপাশি সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সেখান থেকেও তিনি পদত্যাগ করেছেন। এছাড়া অরুপ বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) বরিষ্ঠ সহকারী পরিচালক পদ থেকেও পদত্যাগ করেছেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। অন্য কোন কারণ নেই।
আরেক সহকারী প্রক্টর অরুপ বড়ুয়াও একই কথা বলেন।
এবিষয়ে রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, আমরা দুজনের পদত্যাগের চিঠি পেয়েছি। তাঁরা যৌক্তিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছে। কর্তৃপক্ষ তাদের চিঠি গ্রহণ করেছে।