চবিতে মার্কেটিং বিভাগের ২য় পুনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার
চবি প্রতিনিধিঃ ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ২য় পুনর্মিলনী ও বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
বুধবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার, বিশেষ অতিথি হিসেবে উপ-উপচার্য প্রফেসর বেনু কুমার দে, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।
অনুষ্ঠানের দিন সকালে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। পরে উদ্বোধনী অনুষ্ঠান, “Past, Present and Future of Marketing” শীর্ষক একটি এলুমনাই টক, স্মৃতিচারণ পর্ব এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শোর মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।
বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানের সমস্ত কাজ সম্পন্ন করছি। ৫শতাধিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। আশাকরি সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করতে পারবো।
পূনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী অনুষ্ঠানের ব্যাপ্তি সম্পর্কে বলেন, এ আয়োজনে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এছাড়া বর্তমান শিক্ষার্থীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহন করতে যাচ্ছেন।