সারওয়ার মাহমুদ, চবিঃ ‘বইবৃক্ষ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩ সালের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।আজ(১১ জানুয়ারি) বেলা ১২ টায় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সভা টি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত বছর তথা ২০২২ সালের কার্যক্রমের সফলতা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বই পড়ার প্রয়োজনীয়তা ও তার ফলাফল নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি গত বছরের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি দূরীকরন, চলতি বছরে নতুন সদস্য সংগ্রহ, ডোনার বৃদ্ধির মাধ্যমে বই সংগ্রহ ইত্যদি বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন বইবৃক্ষ চবি শাখার সহ- প্রতিষ্ঠাতা নাজমুল হুদা,টিম লিডার আহসান হাবিব,বইবৃক্ষের সদস্য জিয়া উদ্দীন সায়েম,ফারিহা নানজীবা,আবদুল্লাহ আল নোমান সহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর কাটাখালীর কবিতা ক্যাফেতে হাতে গোনা কয়েকজন তরুনকে নিয়ে ‘বইবৃক্ষ’ শুরু হলেও এখন প্রায় ৫০ হাজার লেখক-পাঠকের পরিবার। গত বছরের ২৬ শে এপ্রিল চট্টগ্রাম শাখার সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় বিনামূল্যে বই পড়ার অন্যতম প্লাটফরম ‘বইবৃক্ষ’।