চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিস্ট্রি ক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে “তিন মিনিট প্রেজেন্টেশন কনটেস্ট ” (3MPC)। এতে অংশগ্রহণ করে ৬টি দল।
বৃহস্পতিবার (২৪শে আগষ্ট) কলাও মানববিদ্যা অনুষদে এর আয়োজন করা হয়।
দল ৬টি হলো- রেড কমরেড , টিম লিবার্টি, টিম বুয়াজিজি, দা টার্ক রিভাইভলিস্ট, নেপোলিয়ন বোনাপার্ট। প্রত্যেকটা দলই তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে, অন্য দল থেকে নিজেদের দলকে এগিয়ে রাখতে। তবে দারুণ উপস্থাপনার জন্য টিম লিবার্টি জয়লাভ করে।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৬টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৬টি দলের প্রেজেন্টেশনের বিষয়বস্তু ছিল- তরুণ তুর্কি বিপ্লব, ফরাসি বিপ্লব, অক্টোবর বিপ্লবসহ উল্লেখযোগ্য ৬ টা বিপ্লব।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, ক্লাবের প্রেসিডেন্ট -আবু সাঈদ মামুন, সেক্রেটারী- মোঃ হাফিজুর রহমান , ভাইস প্রেসিডেন্ট- মহিউদ্দীন জয়েন্ট সেক্রেটারী- সাজ্জাদ, ক্লাবের ট্রাস্টি বোর্ডের মেম্বার যীশু মিত্রসহ এলামনাই মেম্বার শাহিনুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক-ড. মোঃ মোরশেদুল আলম এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আহসানুল কবীর।
ক্লাবের উপদেষ্টা ড. মোঃ মোরশেদুল আলম প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের পাশাপাশি শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী উপস্থাপনায় অংশগ্রহণ করলে, নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।