The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

চবিতে অনুষ্ঠিত হলো কন্টেন্ট ম্যাকিং ও কমিউনিকেশন সেশন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “কন্টেন্ট ম্যাকিং ও কমিউনিকেশন” শীর্ষক এক্সপার্ট সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশন পরিচালনা করেন ইউএনডিপি’র কমিউনিকেশন কনসালটেন্ট আর.কে. সোহান।

বুধবার (১১ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অনুষদের মিলনায়তনে এই আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এই আয়োজন।

শিক্ষার্থীদের প্রথাগত ক্যারিয়ারের গণ্ডি থেকে বেরিয়ে আসতে অনুপ্রাণিত করত এবং আধুনিক যুগে উদীয়মান ও ভিন্নধর্মী পেশার সম্ভাবনা তুলে ধরার জন্যই এই আয়োজন করা হয়।

উএনডিপি’র কমিউনিকেশন কনসালটেন্ট আর.কে. সোহান সেশন পরিচালনায় তাঁর কাজের ধরন ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তরের মাধ্যমে সেমিনারটি এগিয়ে নিয়ে যান। তিনি বলেন, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে প্রথম ৩ সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই সময়ে অডিয়েন্সকে আকর্ষণ করা যায়, তবে তারা পুরো ১ মিনিটের ভিডিও দেখবে। সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য তিনি ৫টি মূল পয়েন্ট তুলে ধরেন: শ্রোতাদের আইডিয়া দেয়া, উল্টো পিরামিড ফর্মূলা অনুসরণ করা, স্টোরি, লোকেশন এবং সংশ্লিষ্ট মানুষের তথ্য সংগ্রহ করে শুট করা, গল্পে ফোকাস করা এবং কন্টেন্টের উপর রিসার্চ করা। এছাড়া, কন্টেন্টের এংগেজমেন্ট, কপি রাইটিং, এলগরিদম মেইনটেইনিং এবং কমিউনিকেশন নিয়েও আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ক্লাবের মডারেটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। আজকের এই আয়োজন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়ক কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লাবের কার্যকরী সদস্য সাজিয়া রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার এবং ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি শাফায়েত হোসেন তুষার।

ক্লাবের সাধারণ সম্পাদক আনিকা নাওয়ার জাহানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেশনটি শুরু হয় এবং ক্লাবের সভাপতি শাফায়েত জামিল নওশান এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠান শেষে “Reform CU: Rethink, Redesign & Recreate” প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং মূল বক্তা আর. কে. সোহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.