জাবি প্রতিনিধি: ভবিষ্যত মানবসম্পদ রক্ষায় চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রাপ্রেনারশিপ আয়োজিত গবেষণার প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যেন কেউ কর্মহীন হয়ে না পড়ে, সেজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। প্রস্তুতির জন্য প্রশিক্ষণ অপরিহার্য। শিক্ষার্থীদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হলে চতুর্থ শিল্পবিপ্লবে সবাই শামিল হতে পারবে”।
উপাচার্য আশা প্রকাশ করেন, মানুষের সুযোগ-সুবিধা, সামর্থ্যকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যবসায় নীতি গ্রহণ করবেন। এসময় তাঁর ভাষণে গবেষণার মান বৃদ্ধির জন্য যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একসঙ্গে গবেষণা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান।
প্রসঙ্গত, অনুষদ শিক্ষক ড. মোহাম্মদ রেয়াদ হোসেন এবং ড. মো. মামুন মিয়া বাংলাদেশে প্রতিভা সংকট এবং কর্মসংস্থান চ্যালেঞ্জ বিষয়ে দু’টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। গবেষণা প্রবন্ধে বর্তমান ক্রমবর্ধমান ও পরিবর্তনশীল বাজারে শিক্ষার সংস্কারের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ ও সম্পর্ক আরও গভীর হওয়া প্রয়োজন বলে মন্তব্য করা হয়। বাংলাদেশের মেধার সংকট মোকাবেলায় শিল্প-শিক্ষা সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিয়োগ কার্যক্রমে এই গবেষণায় গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়।