The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

চতুর্থ বারের মতো আয়োজিত হচ্ছে “রোড টু চ্যাম্পিয়ন”

ডেস্ক রিপোর্ট: টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি(টিইএস) উদ্ভাবনী, সৃজনশীল শিক্ষার্থীদের জন্য চতুর্থবারের মতো “রোড টু চ্যাম্পিয়ন” নামক প্রতিযোগিতা নিয়ে এসেছে।।

গত ২৩শে অক্টোবর, ২০২৪ হতে “রোড টু চ্যাম্পিয়ন সিজন-০৪” এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। এতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। আগামী মঙ্গলবার (৫ই নভেম্বর, ২০২৪ইং) পর্যন্ত এর রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

উক্ত প্রতিযোগিতায় তিনজন করে একটি দল গঠনের ব্যাপারে জানা গেছে। প্রতিটি দলের জন্য তিনশত টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। উক্ত প্রতিযোগিতা চারটি ধাপে (কুইজ চ্যালেঞ্জ, আর্টিকেল রাইটিং, পিকচার পার্সপেক্টিভ এবং কেস স্টাডি চ্যালেঞ্জ) সম্পন্ন হবে। বিচারক হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ব্যক্তিত্ত্বদের অবস্থান সুনিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়া সাপক্ষে প্রতিযোগীরা পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন।

“রোড টু চ্যাম্পিয়ন, সিজন-০৪” এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে “পঞ্চাশ হাজার” টাকা সমমূল্যের ট্রেনিং সেশন ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।

“রোড টু চ্যাম্পিয়ন, সিজন-০৪” দেশের সুপ্ত প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদী। বিভিন্ন ধাপের মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই প্রতিযোগিতাটি প্রতিযোগীদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি, টেক্সটাইল মতাদর্শীদের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে এমনটাই আশা করছেন তারা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.