চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এ’ ইউটিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে আজ। এবারের পরীক্ষায় ২ লক্ষ ৫৬ হাজার ভর্তিচ্ছু প্রতিযোগিতায় নামছেন। আজ শুরু হয়ে আগামী ১০ দিন ব্যাপি চলবে এ ভর্তি কার্যক্রম।
আজ মঙ্গলবার (১৬ মে) চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৬ ও ১৭ তারিখ দু’দিন হবে। প্রতিদিন দুই শিফট করে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ক্যাম্পাসের বাইরে পরীক্ষার কোনো কেন্দ্র রাখা হয়নি।
চবি ভর্তি পরীক্ষায় সকাল শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে ৯টা ৪৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টায়। পরীক্ষা শেষ হবে ১২টায়।
একই সাথে বিকেলের শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে ২টা ১৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।
এবার চবির চার ইউনিট ও দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪১ শিক্ষার্থী।