The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ‍দুইজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ওয়াসিম আক্তার চট্টগ্রাম কলেজের ছাত্র। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিহত অপরজন মো. ফারুক পথচারী ছিলেন। তিনি ফার্নিচার দোকানে কাজ করতেন।

কোটা আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুকোটা আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
তাদেরকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুজহাত।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) নগরীর মুরাদপুর এলাকায় তাদের মৃত্যু হয়। চিকিৎসক নুজহাত বলেন, ধারণা করা হচ্ছে ওয়াসিমের মৃত্যু গণপিটুনিতে হয়েছে। অপরদিকে ফারুক গুলিবিদ্ধ হয়েছেন।

শহীদ মিনারে লাঠি হাতে কয়েক হাজার আন্দোলনকারীশহীদ মিনারে লাঠি হাতে কয়েক হাজার আন্দোলনকারী
নিহত ফারুকের ফার্নিচার দোকানের মালিক তাজুল ইসলাম জানান, ফারুক ফার্নিচার দোকানে কাজ করতেন। দুপুর খাবার খেতে বের হয়েছিলেন তিনি। হোটেলে খাইতে যাচ্ছিলেন। সে সময় গুলিবিদ্ধ হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.