কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় গরু বদলে ঘোড়া জবাই করা কসাই মাহাবুবকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে রামুর খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে মাহাবু কসাইকে গ্রেফতার করা হয়।
বিষয় টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার আনোয়ার হোসেন শামীম
তিনি জানান, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের রামুতে ৩ কিলোমিটার পাহাড় ও খালে অভিযান চালানো হয়। এর আগে দুই দিন ধরে কসাই মাহবুব কে ধারার চেষ্টা চালায় এক পর্যায়ে ধাওয়া করে রামুর খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে কসাই মাহাবু কে গ্রেফতার করা হয়।
তিনি আরো ও জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে মাহাবুব ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার মানুষেরা আনন্দ প্রকাশ করেছে।
এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতের রোগাক্রান্ত ও অসুস্থ ঘোড়া সে জবাই করে গরুর মাংস হিসাবে বিক্রি করতো কসাই মাহাবুব।