মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারের সমালোচনা করতে যেয়ে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া একটি বক্তব্য নিয়ে তুমুল হাসিঠাট্টা চলছে। দেশটির লাহোরের বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ইমরান। সেখানে এমন কান্ড ঘটান ইমরান খান।
সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান শাহবাজ শরিফের সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের পরিস্থিতি এমন হয়েছে যে এক কিলোগ্রাম ঘিয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি টাকা।
ইমরানের এই মন্তব্য নিয়ে হাসিঠাট্টা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছেন, উনি দুশো বছর এগিয়ে গিয়ে দেশের ভবিষ্যত দেখছেন। নানা ধরনের মিমও ছড়িয়েছে।
তবে পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট যে চরমে উঠেছে তা অস্বীকার করার উপায় নেই। সম্প্রতি বেতন ছাড়া কাজ করবেন বলে ইতোমধ্যে ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ ও তার দলের মন্ত্রীরা। কিছুদিন আগে মিনি বাজেট পেশের পরে হুহু করে বেড়েছে জ্বালানির দাম।