ক্যাম্পাস প্রতিনিধিঃ শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনিট দিয়ে শুরু হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে ২৭ এপ্রিল ২০২৪ শনিবার দুপুর ১২ টায় এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার পরীক্ষায় মোট ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এছাড়া আগামী ৩ মে বি ইউনিটভুক্ত মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৯৬ জন এবং আগামী ১০ মে সি ইউনিটভুক্ত বানিজ্য শাখার ১৭৮ জন পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে চাদঁপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান ‘একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পরে এ বছরই প্রথম চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। আমাদের সকল প্রাথমিক প্রস্তুতি শেষ ।শিক্ষার্থীদের ও অভিভাবকের সুবিধার্থে বসার জন্য বুথ তৈরি করেছি,কেউ অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম থাকবে,আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও ট্রাফিক থাকবে।এছাড়া নির্বাহী মাজিস্ট্রেট থাকবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে।কোন পরীক্ষার্থীর যেন অসুবিধা না হয় তার জন্য আমাদের সকল ব্যবস্থাই থাকবে। আমাদের গুচ্ছ পরীক্ষা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়ার ফলে চাদঁপুর ও এর আশে পাশের মানুষের সুবিধা হল।আমাদের এখানে তিন ইউনিটের ভর্তি পরীক্ষাই হবে’
আগামী ২৭ এপ্রিল ২০২৪ থেকে গুচ্ছভুক্ত দেশের ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে এবং আগামী ১০ মে ২০২৪ ‘সি’ ইউনিটভুক্ত বানিজ্য শাখার পরীক্ষার মাধ্যমে শেষ হবে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
এস এম মানজুরুল ইসলাম সাজিদ/