মাভাবিপ্রবি প্রতিনিধি: গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ‘ফ্রি বাস সার্ভিস’ সুবিধা চালু করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি ) কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের ভোগান্তি ও অতিরিক্ত গাড়ি ভাড়া সমস্যা সমাধানের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৪ এপ্রিল) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ সেশনের GST গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল সাড়ে ৯:৩০ টায় টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস ও নগর জলফৈ বাইপাস থেকে ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে ছেড়ে আসবে।
এছাড়া শিক্ষকবৃন্দের দুপুর ১.০০ টার নির্ধারিত ট্রিপের পরিবর্তে ক্যাম্পাস থেকে দুপুর ১.৩০ টায় ছেড়ে যাবে এবং শহর থেকে দুপুর ২.২০ টায় ছেড়ে আসবে। ছাত্র-ছাত্রীদের নির্ধারিত দুপুর ১.১০ টার ট্রিপ বন্ধ থাকবে। উল্লেখিত সময় ব্যতীত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অন্যান্য সকল ট্রিপ পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে