টিআরসি রিপোর্টঃ সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। এজন্য একটি কমটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশেষ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। তিনি বলেন, গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে জবিতে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে থাকছেন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং সব অনুষদের ডিন। ইউনিটভিত্তিক কমিটিতে আছেন সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগগুলোর চেয়ারম্যান।
ভর্তি কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। সদস্য সচিব করা হয়েছে রেজিস্ট্রারকে। অন্য সবাই সদস্য। ইউনিটে ডিন আহ্বায়ক এবং একজন যুগ্ম আহ্বায়ক থাকবেন। অন্যরা থাকবেন সদস্য।