রাবিপ্রবি প্রতিনিধিঃ রাত পোহালেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। পরীক্ষা উপলক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। গত ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এক আলোচনা সভায় তথ্যটি নিশ্চিত করেছে রাবিপ্রবি প্রশাসন।
এবারের গুচ্ছ ভর্তিপরীক্ষায় রাবিপ্রবির তত্ত্বাবধানে আটটি কেন্দ্রে মোট ১৪৫৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে “এ” ইউনিটে ৮৫৮২ জন “বি” ইউনিটে ২৭৪৪ জন এবং “সি” ইউনিটে ৩২০৪ জন।
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.সেলিনা আখতার ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীদের রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন”শিক্ষার্থীবৃন্দ জীবনের সাফল্যময় অধ্যায় দেখতে আগামীকাল পরীক্ষা দিতে আসছে। তাদের জন্য শুধু উপাচার্য হিসেবেই নয় বরং একজন মা হিসেবে,অভিভাবক হিসেবেও শুভকামনা ও দোয়া রইলো। তারা যেন তাদের কাঙ্খিত ফলাফল অর্জনে সফল হয়। জীবনে মানুষের মতো মানুষ হওয়ার পাশাপাশি তারা অনেক বড় হবে এটাই প্রত্যাশা করি”।
এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে রংতুলির আঁচরে সেজেছে রাবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের সর্বকণিষ্ঠদের হাত দিয়েই নানা রঙ্গে সেজেছে ক্যাম্পাস। প্রায় ৩০ সদস্য দুইদিন ধরে পরিশ্রম করে প্রায় দশ লিটার রঙ্গে রাবিপ্রবিকে ফুঁটিয়ে তুলেছে আপন আঙ্গিকে। তুলে ধরেছে তাদের শৈল্পিক চিন্তাভাবনা।