গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজই। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ২টায় সভায় বসছেন উপাচার্যরা।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই ফল প্রকাশ হতে পারে। সভা শেষে এ বিষয়ে বলা যাবে। ফলাফল প্রস্তুত আছে।
এর আগে বেলা ১২টা ২৩ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এখন এটি নিয়ে কাজ করছি। প্রকাশ হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব।
প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।