গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ২ হাজার ১০০ আসনে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা
গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রক্রিয়ায় ফাঁকা আসন গুলোর বিপরীতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আগামী সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় গুলোতে খালি থাকা ছিট গুলোতে শিক্ষার্থী ভার্তির বিষয়ে গুচ্ছের টেকনিক্যাল কমিটি একটি পরিকল্পনা তৈরি করবে। এখন পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ১০০ আসন ফাঁকা রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির অনলাইনে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।
জবি উপাচর্য কামালউদ্দীন আহমেদ বলেন, সোমবারের মধ্যে টেকনিক্যাল কমিটি এসব ফাঁকা আসন কীভাবে শিক্ষার্থী ভর্তি করানো যায়, সে বিষয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করবে। পরবর্তী ধাপে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পন্ন করা হবে।
কামালউদ্দীন আহমেদ আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এখন পর্যন্ত ২০০ এর অধিক আসন ফাঁকা রয়েছে। খালি আসন পূরনে আমাদের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তি করার জন্য বলা হয়েছিল। তবে বিষয়টি সভা অনুমোদন করেনি। সেখানে বলা হয়েছে, শুরু থেকে যে প্রক্রিয়া অনুসরণ করেছি, অর্থাৎ মেধাতালিকার ভিত্তিতেই ভর্তির বিষয়টির পক্ষেই মতামত দেওয়া হয়।’
ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, মাইগ্রেশনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের অপেক্ষামাণ তালিকা সক্রিয় করা হলে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ফাঁকা আসন পূরণ হয়ে যাবে।
উল্লেখ্য, গত ২০ মে বি ইউনিট, ২৭ মে সি ইউনিট ও ৩ জুন এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।