বিনোদন ডেস্ক: রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ড ‘অ্যাভয়েডরাফা’র রায়েফ আল হাসান রাফা।
জানা গেছে, রাজধানীর রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম শেষে মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেসবুকে রাফা লিখেছেন, ‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফরম্যান্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’
ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল পিকলুর। এ প্রসঙ্গে রাফা বলেন, ‘আজ (শুক্রবার দিবাগত রাত) স্টেজেই পারফর্ম করার সময় এটা হয়েছে, হার্ট অ্যাটাক। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর খবরটা এসে গেল কিছুক্ষণের মধ্যেই। ভাবতে কষ্ট হচ্ছে যে তিনি স্টেজে ছিলেন, তার সবটুকু উজাড় করে দিচ্ছিলেন, যেমনটা সবসময় করতেন। তিনি ছিলেন মিউজিকের জন্যই জন্মানো একজন মানুষ, শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রাণ মিশিয়ে বাজিয়েছেন।’
শোক প্রকাশ করে রাফা লিখেছেন, ‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’
পিকলুর মৃত্যুতে অনেকেই শোক জানাচ্ছেন। ফেসবুকে ব্যান্ড ভাইকিংস লিখেছেন, ‘আমরা একটি রত্ন হারিয়েছি। পিকলু ভাই, শান্তিতে থাকুন।’
ওয়ারফেজ ব্যান্ডের লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমার প্রিয় ছোট ভাই গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু (এক্স অর্থহীন) কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা’আলা পিকলুকে বেহেস্তবাসী করুন। আমিন।’
প্রসঙ্গত, আশির দশকের মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি ফ্রম হেল’, ‘নির্বোধ’সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।
পিকলু ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম। অ্যাভয়েডরাফা’খ্যাত অর্থহীনের সাবেক ড্রামার রায়েফ আল হাসান রাফা আরও লিখেছেন, ‘পিকলু ভাই আর নেই। কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এই শব্দগুলি লিখছি। আপনারা যারা জানেন না তাদের জন্য, পিকলু ভাই ছিলেন অর্থহীনের আসল গিটারবাদক, কিন্তু আমার কাছে তিনি তার চেয়ে অনেক বেশি।’