The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

গার্মেন্ট মেশিনারি এক্সিবিশনে ইবির সাবেক শিক্ষার্থী টলিনের প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি-২০২৪) শুরু হয়েছে। রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১লা ফেব্রুয়ারি থেকে প্রদর্শনী শুরু হয়। যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্সিবিশনের ১৮ তম প্রদর্শনীতে আবারও অংশ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোকাদ্দেছ হানিফ টলিনের মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এএনএইচ এন্টারপ্রাইজ’।

জানা যায়, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের এ বৃহত্তম প্রদর্শনীটি ২০০৪ সাল থেকে ঢাকায় আয়োজন করে আসছে। মেলায় ৩২টি দেশের এক হাজার একশোটিরও বেশি মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি অংশ নিয়েছে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। উদ্ভাবনী যন্ত্রপাতি এবং প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পরিচয় করানোই এ মেলার মূল লক্ষ্য।

এএনএইচ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেস হানিফ টলিন বলেন, ‘আমরা প্রতিবারই এ প্রদর্শনীতে পণ্য প্রদর্শন করে থাকি। আমাদের পণ্যগুলো ভালো অবস্থানে রয়েছে। প্রদর্শনীর দ্বিতীয় দিন পর্যন্ত বেশ ভালো সাড়া পেয়েছি। আমাদের বিভিন্ন ধরনের মেশিন থাকলেও এবার আট প্রকার মেশিন ডিসপ্লে করেছি। কয়েক ধরনের মেশিন এরইমধ্যে বিক্রি শেষ হয়েছে। আশা করছি আগামী দুদিনও ভালো সাড়া পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ফ্যাক্টরি মেশিনারিজ, রং র‌্যাকিং, নিটিং ম্যাশিন, ডায়িং অটোমেশন, ফ্যাক্টরি কনস্ট্রাকশনসহ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারিজের ৮ প্রকার মেশিনকে প্রদর্শনীতে রেখেছে আমাদের প্রতিষ্ঠান। আট নম্বর হলের ৫৮৮ নম্বর স্টলে নিজেদের পণ্য প্রদর্শনী চলছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.