The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

গরু চুরি করে চিরকুটে লিখে গেলেন ‘আমাকে মাফ করবেন’

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামে এক দরিদ্র কৃষকের ২টি গাভী চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী ২টি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। কেঁদে কেটে খেয়ে না খেয়ে আলী মোল্লার এখন দিন কাটছে।

ঘুম থেকে উঠে সকালে গোয়াল ঘরে গিয়ে দরিদ্র কৃষক আলী মোল্লা দেখেন গাভীবিহীন শূন্য গোয়াল ঘর। ঘরের দরজায় লেখা পেলেন ‘গরু দুটি আমি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’।
গত সোমবার দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।

আলী মোল্লা বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভী ২টি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘আমি আপনার গাভী ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’। আজ ৪ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাটবাজারে অনেক খোজাখুজি করেও গাভী ২টি পেলাম না।

তিনি আরো বলেন, এই গাভী ২টি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এরমধ্যে ১টি গাভী গাভীন ছিল। আর কয়েকদিন পরই গাভীটি বাচ্চা দিতো। গাভী দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এলাকার চুরির প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.