The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

গরীব ও দুস্থদের মাঝে বেরোবি ছাত্রলীগের কম্বল বিতরণ

বেরোবি প্রতিনিধি: দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার আয়োজনে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরের সামনে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, প্রচন্ড শীতে সমাজের পিছিয়ে পড়া গরিব ও দুস্থ মানুষের মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে পাঁচশত পিছ কম্বল বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীমের সঞ্চালনায় ও পোমেল বড়ুয়ার সভাপতিত্বে শীত সামগ্রী বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, বেরোবি শাখা ছাত্রলীগের সহসভাপতি লুবনা হক মিমি,রেজওয়ান উল আনম তন্ময়,তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগরসহ শতাধিক ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ কর্মসূচিকে সফল করতে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে ক্যাম্পাসে।জানা গেছে, হাতে টোকেন থাকলেও পর্যাপ্ত কম্বল থাকা সত্বেও কম্বল না পাওয়ার অভিযোগ উঠেছে।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম বলেন,স্মার্ট বাংলাদেশ উপহার দিবে বেরোবি শাখা ছাত্রলীগ।এছাড়া তিনি সংগঠনকে শক্তিশালি করতে নানা দিকনির্দেশনা দেন।

বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন,এই ক্যাম্পাসকে এমনভাবে উর্বর করে তুলতে চাই যা আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।

উল্লেখ্য গত বছর ৩১ জুলাই পোমেল বড়ুয়াকে সভাপতি ও মাহফুজার রহমান শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণার পর থেকে ক্যাম্পাসে প্রাণবন্ত হয়ে উঠে ছাত্রলীগ।সকাল সন্ধ্যা জয়বাংলা স্লোগানে মুখরিত হয় বেরোবি ক্যাম্পাস।

You might also like
Leave A Reply

Your email address will not be published.