ইবি প্রতিনিধি : এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালামসহ তিন শিক্ষক। সেখানে তারা এরাসমাস প্রকল্পের আওতায় টিচার্স ট্রেনিং অ্যান্ড মবিলিটি প্রোগ্রামে অংশ নেবেন। আগামী ১৩ থেকে ১৭ মার্চ এ অনুষ্ঠিত হবে এ প্রোগ্রাম।
বিশ্ববিদ্যালয়ের ফরেন অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্যসহ প্রোগ্রামে অংশ নেওয়া তিন শিক্ষক হলেন- আইন বিভাগের অধ্যাপক ড সেলিম তোহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড মামুনুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিনহাজুল হক।
জানা যায়, এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে এবারের সফরের প্রোগ্রামে দু’টি সেশন থাকবে।
একটি টিচিং অন্যটি ওয়ার্কশপ প্রোগ্রাম। টিচিংয়ে থাকবেন অধ্যাপক ড. মামুনুর রহমান ও অধ্যাপক ড মিনহাজুল হক। ট্রেনিং প্রোগ্রামে এ থাকবেন উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম ও অধ্যাপক ড. সেলিম তোহা।