স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে না ছাড়তেই নতুন দায়িত্ব পেয়ে গেলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু ওয়েড। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অজিদের সহকারী কোচ হিসেবে দেখা যাবে তাকে।
গত জুনের পর আর অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যায়নি ওয়েডকে। দীর্ঘ সময় দল থেকে দূরে থাকার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে এবং ৯২টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন ওয়েড। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল তার। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি হয়ে রইল তার ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া এবং বিদেশি বিভিন্ন লিগে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন ওয়েড।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার উইকেটকিপিং এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১৪ নভেম্বর ব্রিসবেনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর।