The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪

খুলনা সার্কিট হাউজ থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি প্রত্যাখ্যান খুবি শিক্ষার্থীদের

খুবি প্রতিনিধি : খুলনা সার্কিট হাউজে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কিছু শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বিষয়ক বিবৃতিকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) দেওয়া ঐ বিবৃতিতে বলা হয়, ‘চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো নির্দিষ্ট সমন্বয়ক ছিলো না। খুলনার সার্কিট হাউজে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক যে প্রেস ব্রিফিং করানো হয়েছে তা নোংরা রাজনীতির অংশ ছাড়া কিছুই নয়। এমতাবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এই বিবৃতি প্রত্যাখ্যান করছি।’

শিক্ষার্থীরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে কোনো সমন্বয়ক ছিলো না। আমরা কোনোমতেই শহীদদের রক্তের সাথে আপস করছি না। আমাদের দাবি আদায় না হওয়া অবধি আন্দোলন চলবে। এ বিষয়ে আমরা স্পষ্ট লিখিত বিজ্ঞপ্তি দিয়েছি।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সার্কিট হাউজের বৈঠকের পর থেকে ‘প্রত্যাহার’ করা শিক্ষার্থীদের সবার মোবাইল নম্বর বন্ধ রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.