The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪

খুলনা বিশ্ববিদ্যালয় নেবে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক

খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ১০
ডিসিপ্লিন: পরিসংখ্যান (১), ডেভেলপমেন্ট স্টাডিজ (২), মানবসম্পদ ব্যবস্থাপনা (২), ইতিহাস ও সভ্যতা (১), গণযোগাযোগ ও সাংবাদিকতা (১) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (৩)।
গ্রেড: ৩
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ৪
ডিসিপ্লিন: মানবসম্পদ ব্যবস্থাপনা (১), ইতিহাস ও সভ্যতা (১) ও আইন (১)।
গ্রেড: ৪
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে আবেদন ফরম পূরণ করে ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাউনলোড করা আবেদনপত্রের ১০ সেট (হার্ড কপি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে। অনলাইনে আবেদনের নিয়ম, পেমেন্ট পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম পূরণের সময় ৯৫০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি

সব মার্কশিট/ট্রান্সক্রিপ্টের কপি

নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের কপি

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রফেসর খান গোলাম কুদ্দুস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২২।

You might also like
Leave A Reply

Your email address will not be published.