ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী দেবশ্রী রায় আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন ঐ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন৷
১৭ মার্চ (রোববার) বিকেলে খুলনায় তার স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন বলে তার সহপাঠীরা নিশ্চিত করেছেন। দেবশ্রীর গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, তার বাবার সঙ্গে কথা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তার ক্লাস প্রতিনিধি আমাকে জানিয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।