The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

খুবি ছাত্রীকে উত্যক্ত ও শিক্ষার্থীদের হামলার ঘটনায় জবির ২০ শিক্ষার্থী জড়িত

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুর চলাকালীন চতুর্থ বর্ষের নারী শিক্ষার্থীকে উত্যক্ত, দুই শিক্ষককে লাঞ্চিত এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উঠে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীর নাম।

খোঁজ নিয়ে জানা যায়, ৮ মার্চ শুক্রবার রসায়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সোহাগ কবির ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের সাজ্জাদ আরিফ এর নেতৃত্বে জবির সাভার ছাত্রকল্যাণ পরিষদ সাফারি পার্কে নবীনবরণ ও বার্ষিক বনভোজনে যায়। সেখানে অবস্থানরত জবি শিক্ষার্থীদের দ্বারা সেশন্যাল ট্যুর চলাকালীন খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত, দুই শিক্ষককে লাঞ্চিত ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ ও সাজ্জাদ আরিফের সরাসরি যোগসাজশের খবর পাওয়া গেছে। অভিযুক্ত সাজ্জাদ এর আগে সাভারে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিল।

ভুক্তভোগী শিক্ষার্থীদের থেকে পাওয়া ছবি ও ভিডিও ফুটেজ থেকে তাদের নাম পরিচয় এবং মারধরের সাথে জড়িত থাকার সত্যতা মিলেছে। ওই ঘটনার কেন্দ্রে ছিলো জবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শিহাব। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিহাব নামের এই শিক্ষার্থী নারী শিক্ষার্থীকে উত্যক্ত করে এবং হামলার সময় সামনের সারিতে ছিলো।

মারধরের শিকার শিক্ষার্থী সায়মনের ভাষ্যমতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবির উজ জামান মাথায় ইট দিয়ে আঘাত করে। পরবর্তীতে খুবি শিক্ষার্থীদের হেয় করে (জবি ৭: খুবি ০) পোস্ট দিতে দেখা যায়। অভিযুক্ত আবির আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক।

এবিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সেখানে উপস্থিত থাকলেও মারামারি থেকে দূরে ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছে পাওয়া ভিডিও ফুটেজে ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তামিম হাসানকে নারী শিক্ষার্থীকে গালিগালাজ ও মোবাইল ছিনিয়ে নিতে দেখা যায়।

এছাড়াও প্রাপ্ত ভিডিও ফুটেজে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২০-২১ সেশনের সজীব জোন, সাইফুল ইসলাম, সাব্বির খান, একই বিভাগের ২০২১-২২ সেশনের জয় কুমার পোদ্দার, মারুফ আহমেদ, ২০২২-২৩ সেশনের শিহাব হাসান, মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের ইঞ্জামামুল হক জনি, ২০২১-২২ সেশনের লিমন হাসান, অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের ফারাবী রহমান, নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ফাহাদ্দিস হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১- ২২ সেশনের সুজন খান, অণুজীববিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শরিফুল ইসলাম সাগর এবং রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের তানভীর মাহমুদ শিহাবকে হামলায় জড়িত দেখা গেছে।

এদিকে উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.