The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫

খুবিতে বুলডোজার দিয়ে ভাঙ্গা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু ম্যুড়াল ভাঙ্গা শুরু করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে স্লোগান দিতে থাকেন।

এদিকে, একইদিন খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার রাত ৯টায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। বাড়িটি বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েলের।

এর আগে ছাত্রসমাজের উদ্দেশে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পালটা কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাঙচুরের জন্য ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয় তারা।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন ৪ আগস্টই খুলনায় এই শেখ বাড়িতে হামলা চালায় ছাত্র-জনতা। সেদিন ছাত্রজনতার ক্ষোভে দফায় দফায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয় বাড়িটিতে।

এদিন বিকাল থেকে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক পোস্টে শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দেও পোস্ট দেওয়া হয়।

লাল প্রাচীর ঘেরা নগরীর শেরে বাংলা রোডের দোতলা এই বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলক। কিন্তু সবাই একে ‘শেখ বাড়ি’ নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। ৪ আগস্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদারদের স্টাইলে নিয়ন্ত্রণ করা হতো খুলনাসহ পুরো দক্ষিণাঞ্চল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.