The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

খুবিতে পানির পাম্প চুরির ঘটনা তদন্তে কমিটি

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পানির পাম্প চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাইদ খানকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

এর আগে ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনসংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ রুম থেকে পানির পাম্পটি চুরি হয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে একটি অভিযোগ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নিরাপত্তা প্রহরী, ইঞ্জিনিয়ার সেকশনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দুইবার বসেছি। সিসিটিভি ফুটেজ চেক করে দুই জনকে সন্দেহজনক মনে হয়েছে। সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আশা করি খুব শীঘ্রই চোরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে পারব।

পানি সরবরাহের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী শেখ মো. সাইফুল আলম বাদশা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ দেওয়ার পরপরই শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এদিকে নিরাপত্তা প্রহরী সাইদ জানান, ঘটনার দিন রাতে দায়িত্ব পালন করা হলেও কীভাবে চুরি হলো তা স্পষ্ট নয়। এতো নিরাপত্তার পরও এই চুরির ঘটনা ঘটেছে। এতে অনেকে জড়িত থাকতে পারে। কারণ এই পাম্প এতো ভারি যে দুই-একজনে তোলা অসম্ভব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.