খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হয়েছে। রোববার (২৫ জুন) থেকে এ ছুটি শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার (০৬ জুলাই) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার (২৫ জুন) থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক বন্ধ হওয়ায় রোববার (৯ জুলাই) থেকে যথারীতিতে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চালু হবে।
তবে জরুরি পরিসেবাসমূহ (যথা: বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। ছুটি শেষে ক্লাসসহ সকল একাডেমিক কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল আগামী ২৫ জুন থেকে ০৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ২৫ জুন সকাল ৯টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ০৫ জুলাই সকাল ৭টা থেকে হলসমূহ খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।