The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

খুবিতে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ২২ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, তথ্য পাওয়ার অধিকার সবারই আছে। তবে সেটা আইনের মধ্যে থেকে দিতে হবে। তথ্য অধিকার আইনের বিষয়টি স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি হ্রাস এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নিয়মে তথ্য পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এই প্রশিক্ষণের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আরও সমৃদ্ধ হবেন এবং তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে উপ-উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।

উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন খুলনার বাইরে থাকায় তাঁর পক্ষে আইকিউএসির পরিচালক উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ট্রেইটস, রাইটস এন্ড ডিউটিস অফ এ টিচার অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ শীর্ষক একটি সেশন পাওয়ারপয়েন্টে উপস্থাপন করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক অন্যান্য সেশনগুলো পরিচালনা করেন বরিশালের জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. এস এম শামীম রেজা, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য। ফিডব্যাক গ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.