ডেস্ক রিপোর্ট: গেল কয়েক মাস ধরেই স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। ছুটে বেড়াচ্ছেন কানাডা, অস্ট্রেলিয়া কিংবা দুবাইয়ে বিভিন্ন স্থানে। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
অন্যদিকে দেশটির বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’। জনপ্রিয় সঞ্চালক-সাংবাদিক খালেদ মুহিউদ্দীন জার্মান থেকে উড়ে গিয়ে নিউইয়র্কের ঠিকানায় যুক্ত হয়েছেন। কাজ করছেন প্রধান সম্পাদক হিসেবে।
এবার সেই ঠিকানায় যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।
তিনি বলেন, ‘ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে আমি থাকব। মূলত বিনোদনের একটি টকশোতে উপস্থাপক হিসেবে আমাকে পাওয়া যাবে। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব আনন্দিত। আশা করি, এমন শো আগে কেউ দেখেনি। বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। এমন একটি আয়োজনে আমাকে রাখায়, তাদের কাছে কৃতজ্ঞ।
প্রসঙ্গত, ৫ আগস্ট গত সরকার পতনের পর দেশের বাইরে অবস্থান করছেন এ চিত্রনায়ক। তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। তবে নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক।