The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫

খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তার পাশে অবস্থান নিচ্ছেন সমর্থকরা

ডেস্ক রিপোর্ট: উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গমনকে ঘিরে রাজধানীর কাকলী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত অবস্থান নিতে শুরু করেছেন দলের নেতাকর্মী ও তার সমর্থকরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকেই বিএনপির নেতাকর্মীরা ব্যানার, দলীয় পতাকা নিয়ে জড়ো হতে থাকেন রাস্তার পাশে। এ সময় তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে।

আজ রাত দশটায় ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কাতার হয়ে লন্ডন যাবেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে। সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদও উদযাপন করেন তিনি। তখন লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশনের যাবতীয় কাজ সারবেন তিনি। লন্ডনে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তারই ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.