The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫

খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিতে বুটেক্সে পরীক্ষায় নতুন পদ্ধতি

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নতুন পদ্ধতি চালু করেছে। নতুন এই নিয়মে পরীক্ষার্থীর রোল নম্বর বা আইডি মূল্যায়নকারী শিক্ষকের কাছে গোপন রাখা হবে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মারজানী তুবন নাহার জানান, নতুন পদ্ধতির আওতায় পরীক্ষার খাতার উপরের ডান পাশে একটি বিশেষ টেপ ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার শেষে ওই অংশটি টেপ দিয়ে ঢেকে দেওয়া হবে, যা মূল্যায়নকারী শিক্ষক খুলতে পারবেন না। খাতা মূল্যায়ন শেষে অন্য একজন শিক্ষক টেপ খুলে নম্বর শীটে আইডি অনুযায়ী নম্বর লিপিবদ্ধ করবেন। তিনি আরও জানান, এ পদ্ধতিতে কাজের পরিমাণ কিছুটা বাড়লেও শিক্ষার্থীদের পক্ষপাতমূলক মূল্যায়নের অভিযোগ অনেকাংশে দূর হবে।

ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো পরীক্ষার খাতা মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত করা। এই পদ্ধতি পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়াবে এবং পক্ষপাতের সুযোগ কমাবে।

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. রিয়াজুল ইসলাম জানান, সাধারণত ভর্তি পরীক্ষায় এ ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়। তবে সেমিস্টার পরীক্ষায় এটি চালু করার মাধ্যমে খাতা মূল্যায়নে ন্যায্যতা আরও নিশ্চিত হবে।

৪৬তম ব্যাচের এক শিক্ষার্থী জানান, সেমিস্টার পরীক্ষায় নতুন এই পদ্ধতি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। তার মতে, পূর্বে কিছু শিক্ষার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠত। তবে নতুন নিয়মে এই সমস্যা দূর হবে এবং খাতা মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, বিভাগ বহির্ভূত বিষয়গুলোর খাতা মূল্যায়নে সমস্যা তেমন দেখা না গেলেও বিভাগীয় বিষয়গুলোতে পক্ষপাতের অভিযোগ শোনা যায়। তবে নতুন এই পদ্ধতি বৈষম্য কমিয়ে পরীক্ষার পরিবেশ আরও উন্নত করবে।

বুটেক্স প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি আনবে এবং ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.