ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহবাসীর কাছে ক্ষমা চেয়ে চিরদিনের জন্য আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ। তিনি সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝিনাইদহবাসীর কাছে ক্ষমা চান এবং আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন বলে ঘোষণা দেন। তিনি বেঁচে থাকলে আর কোনোদিন আওয়ামী লীগ করবেন না বলেও ঘোষণা দেন।
সাবেক এই ইউপি চেয়ারম্যান জানান, তিনি আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করবেন না।
তিনি বলেন, আমি হার্টের রোগী। কিছুদিন আগে বাইপাস সার্জারি করা হয়েছে। আমি স্বেচ্ছায় আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দিয়েছি। এর আগে গত ১ জুলাই সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ তার বাড়ি তল্লাশি চালিয়ে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামাদী উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বিএনপি সরকারের আমলে জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি দলীয় মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।