The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫

কোরআন পোড়ানোর প্রতিবাদে ১ হাজার কোরআন বিতরণ করল রাবি দাওয়াহ সার্কেল

রাবি প্রতিনিধি: ষড়যন্ত্রমূলকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হল গুলোতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে ১০০০ পিস কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ দাওয়াহ সার্কেল রাবি শাখার উদ্দ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে কোরআন পোড়ানোর প্রতিবাদে ‘কোরআন অবমাননার ভয়াবহ শাস্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন তারা। আলোচনা পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন খান বলেন, মুসলমানদের ঈমান ঠিক আছে কিনা তা মুশরিকরা মাঝে মধ্যে টেস্ট করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা তারই অংশ। স্পষ্ট বোঝা যায় তারা দাঙ্গা সংঘটিত করতে চায়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই তারা খুবই বুদ্ধিবৃত্তিক জবাব দিয়েছে। কুরআন পোড়ানোর প্রতিবাদে কোরআন বিতরণ, এটি অসাধারণ একটি উদ্যোগ। কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে পরুক, আমাদের হলে হলে ছড়িয়ে পড়ুক।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, যারা এই আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই। সবকিছুর মধ্যে আল্লাহর নিজের একটা পরিকল্পনা থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা আমাদের শিক্ষার্থীদের মর্মাহত করেছে। যারা দীনের শত্রু তারা জানে কোথায় আঘাত করতে হবে। আমাদেরকে এই আঘাতের জবাব দেওয়া শিখতে হবে।
একট সুবিধাবাদী দল চেয়েছিল আমাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর। আমাদের শিক্ষার্থীরা তাদের ফাঁদে পা দেয়নি। তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।

অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে হাফেজ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য মোহা. ফরিদ উদ্দিন খান (শিক্ষা) ও উপ-উপাচার্য মাঈন উদ্দিন খান (প্রশাসন)। প্রধান আলোচক হিসেবে ছিলেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমেদ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.