জাবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ৮ম দিনের মতো আজ সোমবার রাজপথে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশের বাধা পেরিয়ে তাঁরা এখন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার ( ১০ জুলাই) বেলা ৩ টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট পার হলে পুলিশ বাঁধা দেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আজ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখবো। আমাদের দাবি যতদিন মানা হবে না আমরা দমে যাবো না। আমরা আছি রাজপথে।