বেরোবি প্রতিনিধি: ২০১৮ সালের পরিপত্র বহাল,সাপেক্ষে কমিশন গঠন করে কোটা সংস্কারের দাবিতে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ বুধবার (৩রা জুলাই) বেলা১১ টায় কেন্দ্রীয় লাইব্রেরী থেকে মিছিল বের হয়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন মর্ডান মোড় প্রদক্ষিণ করে২ নং গেটে গিয়ে পদযাত্রা ও সমাবেশ শেষ করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী পদযাত্রা ও সমাবেশে অংশগ্রহণ করে।হাতে পোস্টার আর মুখে বিভিন্ন রকম স্লোগানে মুখরিত করে।সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করে। পোস্টার গুলো সুযোগের সমতা সংবিধানের মূল কথা,কোটা প্রথা নিপাত যাক,মেধাবীরা মুক্তি পাক, নাতী পুতি বন্ধ কর মেধা দিয়ে দেশ দিয়ে গড় এই রকম সব শ্লোগানে মুখরিত।
তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলোও আমরা এখনো বৈষম্য শিকার হচ্ছি। আমরা চাইনা কোটা সম্পূর্ণ বাতিল হোক,কোটা থাকুক,তবে সেটা সামান্য এই আইন করেই পরিপত্রটি পাস হোক।