ঢাকা কলেজ প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজসহ ৭ কলেজের শিক্ষার্থীরা।
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সমগ্র দেশের শিক্ষাঙ্গন উত্তাল। দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে।দেশের সকল প্রান্তের শিক্ষার্থীরাই ক্লাস বর্জন করে রাজপথে নেমে পড়েছে কোটা বাতিলের দাবী নিয়ে।বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে চলছে তাদের বিক্ষোভ।
এরই ধারাবাহিকতায় ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজসহ ৭ কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।আজ (৭ই জুলাই) রোববার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে মিছিল করে সায়েন্সল্যাব এলাকার ব্যস্ত সড়ক অবরোধ করেন তারা।
এই বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ ছাড়াও সরকারি তিতুমীর কলেজ, বাঙলা কলেজ ও আশেপাশের কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।সকল শিক্ষার্থী যত দ্রুত সম্ভব কোটা বাতিলের দাবী জানায়।রাস্তা অবরোধের ফলে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।