The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

কোটায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রাকিব মাহমুদ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও সময় সূচী প্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী ও পোষ্য কোটায় ভর্তির সাক্ষাৎকার আগামী ২৩,২৪,২৫,২৭ তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস বিসিক বাস স্ট্যান্ড সংলগ্ন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা কোটার এ ও সি ইউনিটের সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৩ জুলাই এবং বি ইউনিটের সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৪ জুলাই সকাল ৯ টা থেকে।

প্রতিবন্ধী কোটার সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৫ জুলাই সকাল ৯টা থেকে এবং ২৫ জুলাই সকাল ৯ টা থেকে উপজাতি কোটার সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে সাক্ষাৎকারের সময় আনতে হবে:

১.এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র
২.ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৩.মুক্তিযোদ্ধার মূল সনদপত্র
৪.মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের প্রামাণিক কাগজপত্র (যেমন:ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন/উপজেলা পরিষদ/জেলা প্রশাসন প্রদত্ত সনদ পত্রাদি)
৫.উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব উপজাতি প্রধান/ উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি-বিষয়ক সনদের সত্যায়িত কপি
৬.প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি
৭.পোষ্য কোটার ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর রেজিস্ট্রার/বিভাগীয় প্রধান (চেয়ারম্যান) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি।

২০-০৭-২৩ তারিখে রেজিস্ট্রার মো:সোহরাব আলী কর্তৃক স্বাক্ষরিত উক্ত তথ্য সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

উল্লেখ্য যে,এর আগে সংগীত বিভাগের সাক্ষাৎকারের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.