স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জেপি ডুমিনি।
৫ বছর আগে অবসর বলা সেই ডুমিনিকেই এবার দেখা গেল মাঠের ক্রিকেটে। প্রোটিয়াদের হয়ে সবশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই সাবেক ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ডুমিনিকে দেখার পর অনেকেরই প্রশ্ন; তবে কি অবসর ভেঙেছেন এই তারকা? বিষয়টি আসলে মোটেও তেমন নয়। ফিল্ডিংয়ে ১১ জনের কোটা পূরণ করতে বাধ্য হয়ে তাকে মাঠে নামতে হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে।
সোমবার আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে প্রচণ্ড গরমে কাহিল হয়ে যায় দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার। প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হয় তাদের। সেই কারণেই প্রথম ইনিংসের শেষের দিকে পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নামতে হয়েছিল কোচ ডুমিনিকে।
ক্রিকেটের মাঠে আপৎকালীন পরিস্থিতিতে সাপোর্ট স্টাফদের ফিল্ডিং করতে নামা একেবারে নজিরবিহীন নয়। তবে বেশিরভাগই প্রস্তুতি ম্যাচে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেই দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাঠে নেমে পড়েছেন ডুমিনি।
শুধু যে মাঠে নেমেছেন তা নয়; তার ফিটনেস ও ফিল্ডিং প্রচেষ্টাও প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের।